অধ্যক্ষের বাণী:

অধ্যক্ষের বাণী: গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলা সদরে প্রতিষ্ঠিত কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে মিল রেখে যুগোপযোগী ও আধুনিক, প্রযুক্তিনির্ভর, মানসম্মত শিক্ষা প্রসারের ব্রত নিয়ে এগিয়ে চলছে। আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ এবং তারাই একদিন দেশ ও জাতিকে পরিচালনা করবে। আমাদের শিক্ষকবৃন্দ একাডেমিক কারিকুলামের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিকতা-মূল্যবোধ, বিজ্ঞান-প্রযুক্তি, শৃঙ্খলা-মানবতা, সংস্কৃতি-ঐতিহ্য ইত্যাদি জ্ঞানদানের মধ্য দিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোতধারায় উন্নত জাতি হিসেবে বিশ্ব আসনে সমাসীন হবার প্রধান অবলম্বন হলো সুশিক্ষিত মানবসম্পদ। যেকোনো দেশের মহামূল্যবান মানবসম্পদের উন্নয়নে সন্দেহাতীতভাবে অগ্রণী ভূমিকা পালন করে সেদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ। তাই এলাকায় উন্নত মানবসম্পদ গড়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দূরদৃষ্টিসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও নিয়মানুবর্তিতায় প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বাস্তব উপযোগিতার গুরুত্বারোপ করে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বিধায় এ প্রতিষ্ঠান সামগ্রিক শিক্ষার পরিবেশ প্রতিযোগিতামূলক ও উন্নয়নধর্মী। আমাদের মূলমন্ত্র হলো অবিরাম প্রচেষ্টার মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের উৎকর্ষ সাধন করে সফলতার ধারাবাহিকতা চলমান রাখা। এখানে শিক্ষার্থীরা ভর্তি হলে সফলতার জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি মহীরুহে পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মহান সৃষ্টিকর্তা আমাদের এ দৃঢ় সংকল্প করুন। আমীন- ইকবাল হায়দার সবুজ অধ্যক্ষ কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, কাপাসিয়া, গাজীপুর।
Copyright © 2025 Design By PEOPLES SOFTECH